মহালছড়িতে অভিযানে অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার

Published: 21 Aug 2017   Monday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনী ও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর মধ্যে সোমবার বন্দুক যুদ্ধের ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউই হতাহত বা আটক না হলেও ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরী একটি অত্যাধুনিক অস্ত্র কোল্ট রাইফেল, ফ্রান্সের তৈরী একটি পিস্তল ও দশ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

জানা যায়, এলাকায় চাদাঁবাজী ও নাশকতা উদ্দেশ্য মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একদল একটি আস্তানায় অবস্থান করছিল বলে নিরাপত্তা বাহিনী গোপণ সংবাদের ভিত্তিতে খবর পায়। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি জোনের মেজর সালেহ বিন শফি’র নেতৃত্বে লেমুছড়ি এলাকায় অভিযান শুরু করেন। এসময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষন করে। এতে নিরাপত্তা বাহিনীরও নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি বর্ষন করে। পরে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষনে ঠিকতে না পেরে পালিয়ে যায়।


পরে সন্ত্রাসীদের অস্তানায় তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে আমেরিকান তৈরী একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, কোল্ট রাইফেলের একটি একটি ম্যাগজিন, ফ্রান্সের তৈরী একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি,একটি পিস্তলের ম্যাগজিন ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে দাবী করেছেন বন্দুক যুদ্ধ ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত খবর বিভিন্ন অনলাইন ও ইলেক্টনিক্স মিডিয়ায় প্রচারিত হয়েছে যা মিথ্যা, বানোয়াট, সাজানো ও কল্পনা প্রসূত।


বিবৃতিতে তিনি আরো দাবী করেন মহালছড়ির লেমুছড়িতে সোমবার ভোররাতে ইউপিডিএফ-এর সাথে নিরাপত্তা বাহিনীর কথিত বন্দুক যুদ্ধ ও অস্ত্র উদ্ধারের খবরটি পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। এ ধরনের কোন ঘটনাই সেখানে ঘটেনি। এ সব প্রমোশনের জন্য সাজানো নাটক মাত্র। ইউপিডিএফ গণতন্ত্রের রাজনীতি করে, অস্ত্র দিয়ে নয়।


বিবৃতিতে সত্য-মিথ্যা যাচাই না করে এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরের পিছনে দৌঁড় না দিতে সকল মিডিয়ার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত