জুরাছড়িতে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক কর্মশালা

Published: 23 Aug 2017   Wednesday   

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

বনযোগী ছড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি শেফালী দ্ওেয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, নারী উন্নয়ন ফোরামের সম্পাদিকা জ্যো¯œা তালুকদার, নারী নেত্রী মিতা চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা।


কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পরা জনগোষ্ঠীদের উন্নয়নের শিক্ষার বিকল্প নেই। সরকার শত ভাগ শিশুদের লেখা-পড়ার খরচ হিসেবে উপবৃত্তি কর্মসূচী বাস্তবায়ন করছে। সুতরাং কোন শিশুকে লেখা-পড়ার খরচের অজুহাত দেখিয়ে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবেনা। অপ্রাপ্ত বয়সে শিশুকে বিয়ে বদ্ধ দন্ডনিয় অপরাধ।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, পার্বত্য এলাকার শিশুরা খুবই মেধাবী-তারা একটু সুযোগ পেলে দেশের উচ্চ পর্যায়ে স্থান দখল করে নিতে পারে। কিন্ত এ জনপদে দুর্গম এলাকার প্রায় অপ্রাপ্ত বয়সে বিবাহ অবদ্ধ হচ্ছে। যার ফলে তারা মেধা বিকাশে সুযোগ পাচ্ছে না।


তিনি আরো বলেন, বাল্য বিবাহের কারণে মায়েরা অপুষ্টিহীনতা দেখা দেয়। ফলে মা ও নব জাতক শিশুর ঝুকি দেখা দেয়। সুতরাং সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত