শারদীয়া উৎসবকে সামনে রেখে পুজা উদযাপন পরিষদ,মঠ ও মন্দিরের প্রতিনিধিদের প্রস্ততি সভা

Published: 24 Aug 2017   Thursday   

আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিদের সমন্বয়ে এক প্রস্ততি সভা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই জয় কালি মন্দিরে  সভাপতি সমীর প্রসাদ ধর,শ্রী শ্রী মাতা সীতা মন্দিরের  সভাপতি রতন দাশ  সাধারণ সম্পাদক আশীষ দাশ,রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি বাড়ী কমিটির সভাপতি মিলন কান্তি দে,সাধারণ সম্পাদক রাজেশ ভট্রাচার্য,চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্ডপের প্রতিনিধি নিতাই পদ দে, মিশন সিদ্বেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক জগদীশ দাশ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক  অমিত বিশ্বাস বাবলু, সাংস্কৃতিক সসম্পাদক ঝুলন দত্ত প্রমুখ। অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী।

 

সভায় উপজেলার ৭ টি মন্দিরে জাঁকজমকপুর্ন ভাবে শারদীয়া দুর্গাউৎসব উদযাপনের সিদ্বান্ত হয় এবং বিজয়া দশমীর দিনে কর্ণফুলি নদীতে নৌ রেলীর মাধ্যমে প্রতিমা বির্সজন দেয়ার সিদ্বান্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত