রাঙামাটিতে ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Published: 24 Aug 2017   Thursday   

রাঙামাটিতে পবিত্র ঈদুল আযহা ও কোরবানী পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার।

 

রাঙামাটি সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার,রাঙামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

সভায় পুলিশ সুপার বলেন, রাঙামাটির কোরবানী পশুর হাটগুলোতে পুলিশের তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এর মধ্যে পুলিশের পোশাকে, সাদা পোশাকে এবং ট্রাফিক পুলিশ মাঠে থাকবে। এছাড়া জাল নোট সনাক্ত  করতে ৪টি মেশিন দিয়ে পুলিশ।

 

আরো বলেন, রাঙামাটিতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। তবে যে অপরাধ করবে সে  যে দলেরই হোক তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

 

তিনি বলেন, পাহাড় ধসের ঘটনার পর  রাঙামাটি-চট্টগ্রাম সড়ক এখন স্বাভাবিক রয়েছে। ঈদের ছুটিতে অনেক পর্যটক শহর রাঙামাটিতে বেড়াতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় জনবল নিয়ে পর্যটকের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত