বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

Published: 25 Aug 2017   Friday   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার আওয়ামীলীগ রাঙামাটি সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখার উদ্দ্যেগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শহরের শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের জেলা শাখার সদস্য মংকিউ মারমা ময়ন।


আওয়ামীলীগের রাঙামাটি সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখার সভাপতি লুৎফর রহামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন তালুকদার, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঊষাংমং মারমা, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোজ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব খাঁন, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপুশ্রীং লেপচা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখা আওয়ামীগের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ মাইকেল। আলোচনা সভায় দলের সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি আদর্শ । সেই আদর্শকে হত্যা করা যায় না । সেদিন হত্যাকারিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। আসলে তা নয় বঙ্গবন্ধুর অনুপ্রেরনা, বঙ্গবন্ধু আদর্শকে হত্যা করা যায় না । তিনি বাঙালী জাতিকে ভালোবেসে ছিলেন, বাঙ্গালীর উন্নতি চেয়েছিলেন।


বক্তরা আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।
বক্তারা জেলার উন্নয়নের লক্ষ্যে আবারো আগামী সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির রুপকার জননেতা দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে নেতাকর্মীদের সে লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত