লংগদুতে বন্যহাতির আক্রমণে এক গৃহবধুর মৃত্যু

Published: 26 Aug 2017   Saturday   

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি নামক গ্রামে বন্যহাতির আক্রমণে করুনা চাকমা (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়,শনিবার ভোর রাতে বন্য হাতির দল লংগদু উপজেলার খাগড়াছড়ি নামক গ্রামের নন্দ কুমার চাকমার বসতবাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় প্রাণ বাঁচানোর জন্য নন্দ কুমার চাকমা ও তার স্ত্রী করুনা চাকমা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় করুনা চাকমা বন্য হাতির কবলে পড়ে যান। হাতির এলোপাতাড়ি আঘাতে করুনা চাকমার পিঠে, কোমরে মারাত্মক জখম হন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করুনা চাকমাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত করুনা চাকমার স্বামী নন্দ কুমার চাকমা জানান, স্বামী-স্ত্রী দু’জনে বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বন্য হাতির দলটি বসতঘর ভাংচুর শুরু করে। এসময় তারা বাঁচার জন্য পালানোর চেষ্টা করেন। তিনি পালাতে পারলেও তাঁর স্ত্রী করুনা চাকমা হাতিটির কবলে পড়ে মারাত্নক আঘাত পায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমণের শিকার গৃহবধু মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত