কাপ্তাইয়ে কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়েরে সততা স্টোর কার্যক্রমের সফলতা

Published: 26 Aug 2017   Saturday   

কাপ্তাইয়ে বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রমের সফলতা পেয়েছে। বিক্রেতা বিহীন এই বিক্রয় কেন্দ্র থেকে পন্য ক্রয় করে শিক্ষার্থীরা নির্ধারিত ক্যাশ বাক্সে টাকা জমা রাখছে ।


ছাত্র ছাত্রীদের মাঝে সততা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষে দূর্নিতি দমন কমিশন সারাদেশের প্রতিটি উপজেলায় একটি বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রম চালু করেছে। এরই অংশ হিসেবে গেল ২১ আগস্ট কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হয়। বিক্রেতা বিহীন এ সততা স্টোর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টোরে রাখা টিফিন সামগ্রী নিয়ে খাতায় ক্রেতার নাম,পণ্য ও পণ্যের নাম লিখে নির্ধারিত ক্যাশ বাক্সে টাকা রাখছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া জানান, সততা স্টোরে দুদকের দেওয়া ১৫ হাজার টাকা থেকে ২৫০০ টাকার বিভিন্ন পন্য সামগ্রী রাখা হয়েছে। বৃহস্পতিবার ক্যাশ বাক্স খুলে দেখা গেছে সর্বমোট ১ হাজার ৭শ টাকা বিক্রি হয়েছে এবং স্টোরে রক্ষিত পণ্যের সাথে বিনোয়োগকৃত মুলধন এবং বর্তমান মুলধনে কোন গড়মিল খুজে পাওয়া যায়নি।
তিনি আরো জানান এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সততার সাথে সততা স্টোর হতে পণ্য ক্রয় করেছে। যা বিদ্যালয়ের সকল শিক্ষকদের মুগ্ধ করেছে।


এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমীনুর রশিদ কাদেরী অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন দুদকের এই কার্যক্রম একজন শিক্ষার্থীকে সৎ,নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন ব্যক্তিজীবন গড়তে কার্যকর ভূমিকা রাখবে।


কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী বলেন কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততার উদাহরন সারা দেশের জন্য রোল মডেল হয়ে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত