রাঙামাটির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীকে শাস্তির দাবীতে মানববন্ধন

Published: 27 Aug 2017   Sunday   

রাঙামাটির সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ও দোষী ব্যক্তিকে গ্রেফতারের দাবীতে  রোববার  মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

ঘিলাছড়ি বাজারে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।  মানবন্ধনে শেষে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ঘিলাছড়ি বাজারের  রফিকুল ইসলামের  ছেলে সুরুজ্জামান (৩৫) ঘিলাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ও ছবি  তোলে।  এ ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখায় সুরুজ্জামান। ঘটনার কিছু দিন পরে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় সুরুজ্জামান। ছাত্রীটি এ প্রস্তাবে রাজী না হলে ধর্ষণের  ছবি গত ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে এলাকায় জানাজানি হলে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

 

ঘটনার শিকার শিক্ষার্থীর আত্মীয় কুলসুম বেগম জানান,  এ ঘটনায়  নানিয়ারচর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও মামলা নেয়নি। পরে গত ২২ আগষ্ট রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। এরপর থেকে তাদেরকে মামলা প্রত্যাহার করতে বিভিন্ন চাপ  দিতে থাকে সুরুজ্জামান। প্রত্যাহার না করায় বিভিন্ন হুমকিও দিচ্ছে। এ অবস্থায় গত ২৪ আগষ্ট মামলার বাদী ও স্বাক্ষী দানু মিয়া সওদাগরের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে সুরুজ্জামান ।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান অভিযোগ করেন অভিযুক্ত সুরুজ্জামানের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

ঘিলাছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চাকমা জানান,ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর জানাজানি হলে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত