খাগড়াছড়িতে কোরাবানী পশুর বর্জ্য অপসারণসহ সাতটি বিষয়ে প্রাণী সম্পদ বিভাগের সংবাদ সম্মেলন

Published: 29 Aug 2017   Tuesday   

খাগড়াছড়িতে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানী পশুর বর্জ্য অপসারণ এবং সঠিক নিয়মে চামড়া ছাড়াঁনো ও সংরক্ষনের করনীয়সহ সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংবাদ সম্মেলন করেছে জেলা প্রানী সম্পদ বিভাগ।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড.শেখ আব্দুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুর ইসলাম খান,মহালছড়ি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা,দীঘিনালা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুর লাল চাকমা,মাটিরাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশকান্তি চাকমা, ভিএসএ প্রমিত তালুকদার ও ভেটেরিনারি কম্পাউন্ডার মঙ্গল শেখর চাকমা। সংবাদ সন্মেলনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে জলা প্রানী সম্পদ কর্মকর্তা ড.শেখ আব্দুল মান্নান আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানী পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম, ক্রেতা সাধারণের পশু ক্রয়ের সময় সুস্থ পশুর লক্ষনীয় বিষয় গুলো কিকি, কোরবানীর পর করনীয় বিষয়,কোরবানী পশুর চামড়া ছড়ানোর নিয়মাবলী ও চামড়া সংরক্ষনের পদ্ধতি গুলো বিস্তারিত ভাবে আলোকপাত করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত