পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনডিপি’র অর্থ প্রদান

Published: 29 Aug 2017   Tuesday   

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটির সদর উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৩৬৯ পরিবারকে মঙ্গলবার  ক্ষতিগ্রস্থদের নগদ টাকা প্রদান করেছে ইএনডিপি।

 

রাঙামাটি সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা,ইউএনডিপি’র সিএইচডিএফের কর্মকর্তা ঝুমা দেওয়ান, ঐশ্বর্য্য চাকমা, এশিয়ান ব্যাংকের কর্মকর্তা মোঃ জাকির হোসেন ভূইঁয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে রাঙামাটির সদর উপজেলার ৬টি ইউনিয়নের পাহাড় ধসে সম্পূর্ন ক্ষতিগ্রস্থ ২১১ পরিবারকে ১৫ হাজার  টাকা এবং অংশিক ১৫৮ পরিবারকে ৫ হাজার টাকার প্রদান করেন অতিথিরা।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মুত্যু হয়। এ ঘটনায় রাঙামাটি সদর, কাউখালী কাপ্তাই উপজেলায় ব্যাপক ঘরবড়ি,কৃষি জমি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন,

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত