ভূমি ধসে ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ

Published: 29 Aug 2017   Tuesday   

রাঙামাটিতে ভূমি ধসে ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের মাঝে  সেনা বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি সেনা রিজিয়ন কার্যালয় হল রুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  গোলাম ফারুখ।  বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, সদর জোন কমান্ডার লেঃকর্নেল রিদওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদউল্লাহ।

 

অনুষ্ঠানে গেল ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের ত্রান কার্যক্রমে অংশগ্রহনকারী  ৭০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে  সনদ পত্র ও ক্রেস বিতরণ করেন অতিথিরা।

 

উল্লেখ্য, গেল ১৩ জন রাঙামাটিতে ভয়াবহ  পাহাড়  ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত