কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা মামলায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Published: 30 Aug 2017   Wednesday   

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা মামলার আসামীদের গ্রেপ্তার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারনের দাবিতে বুধবার উপজেলা আ’লীগ বিক্ষোভ  ও প্রতিবাদ সামবেশ করেছে।

 

উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক  সম্পাদক মোঃ মফিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছা সেবৃকলীগের সাধারন সম্পাদক একরামুল হক একরাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শামসুদ্দিন, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব,কাপ্তাই ইউপি শাখার সভাপতি সাগর চক্রবর্তী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার,যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিংমং মারমা প্রমূখ।

 

বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,আগামী এক সাপ্তাহের মধ্যে মামলার সকল আসামীকে গ্রেপ্তারসহ প্রধান আসামী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনকে অপসারন করতে হবে। না হলে কাপ্তাই উপজেলা আ’লীগের নেতৃত্বে অঙ্গসংগঠনকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

 

সভা পূর্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অকর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রসংগত, গেল ১৮ আগষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে বিএনপির সভ করার জন্য অনুমতি নেয়া াহয়। কিন্তু তারা পুরাতন ভবনে সভা না করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের হল রুমে তালা ভেঙ্গে  সেখানে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের  উদ্বোধন করেন। উক্ত সদস্য সংগ্রহসভায় দলীয় ব্যানার টাঙ্গানোর সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখে বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত বিএনপির দলীয় নেতাকর্মীরাই ওই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোষ্ট করে। পোষ্ট করা ছবিতে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি উল্টিয়ে রাখার বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসলে এনিয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন।

 

পরবর্তীতে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক চিরনজীত তনচংগ্যা বাদী হয়ে গেল ২৭ আগষ্ট উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ পূর্বক ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। গেল সোমবার রাতে মোঃ বেলাল , ইমাম হোসেন, রাসেল ও শামসুল হক নামের বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে  উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত