রাজ বন বিহারে জুরাছড়ি ও বরকলবাসীর ১৩তম মহাসংঘ দান অনুষ্ঠানের আয়োজন

Published: 02 Sep 2017   Saturday   

শনিবার রাঙামাটির রাজ বন বিহারে জুরাছড়ি ও বরকলবাসীর উদ্যোগে ১৩তম মহাসংঘ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত মহাসংঘ দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির ।

 

অনুষ্ঠানে বক্তব্যে দেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বিএনপি নেতা দীপেন দেওয়ান। বিশেষ প্রার্থনা করেন ধল কুমার চাকমা।

 

অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবির কুমার চাকমা,জুরাছড়ি সুবলং শাখা বনবিহার পরিচালনা কমিটি ও মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি ধলকুমার চাকমা, সাধারন সম্পাদক প্রচারক চাকমা, মহাসংঘদান উদযাপন কমিটির সাধারন সম্পাদক জগৎজ্যেতি চাকমা সহ হাজারো বৌদ্ধ নর নারী।


এর আগে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দান বুদ্ধমূর্তি দান,বাংলাভাষায় ২৫ খন্ড ত্রিপিটক দানসহ নানাবিধ দানের দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।


বক্তব্যকালে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষকে বেঁচে থাকতে হবে। তিনি কাজেই সবাইকে জ্ঞান,বুদ্ধি ও কৌশল দিয়ে বেঁচে থাকার আহবান জানান।


স্বধর্ম দেশনয় রাজবন বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার স্থবির সকল জীবের প্রতি দয়া এবং মৈত্রী ভাব রেখে সৎ কর্মের মাধ্যমে জীবন যাপন করার উপদেশ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত