আলীকদমে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার বন্ধের দাবীতে মানববন্ধন

Published: 04 Sep 2017   Monday   

বান্দরবানের আলীকদম উপজেলায় পাথর উত্তোলন ও পাচার বন্ধের দাবীতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আলীকদম উপজেলা পরিষদের সম্মুখে “পানির উৎস,জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ বাঁচাও” স্লোগানে আলীকদম উপজেলার সর্বস্তরের জনাসাধারণের ব্যানারে উপজেলার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মানববন্ধনে বক্তব্য রাখেন, আলীকদম সদর ইউনিয়ন চেয়ারম্যান, জামাল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপুং মুরুং, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: নাছির উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক দুঃড়িমং মার্মা। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাঙগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া, যুবলীগ নেতা শুভ রঞ্জন বড়–য়া, আলীকদম মুরুং কল্যান সংসদের সভাপতি মেনডন মুরুং, মুরুং কল্যান ছাত্রাবাস এর পরিচালক ইয়ংলক মুরুং, পানবাজার ত্রিপুরা পাড়ার কারবারি আগষ্টিন ত্রিপুরা, মুরুং স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি সিংওয়াই মুরুং ও সাধারণ সম্পাদক চংঅং মুরুং প্রমুখ। এসময়

 

সমাবেশে বক্তারা বলেন, আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের তৈন খাল ও দোছড়ি এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে যাচ্ছে। এ কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। বক্তারা পাথর উত্তোলন ও পাচার বন্ধের দাবী জানিয়ে পাথর পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত