বান্দরবানে রোহিঙ্গাদের জন্য খাবার বহনকারী গাড়ী উল্টে আহত ৬

Published: 05 Sep 2017   Tuesday   

মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য শুকনো খাবার মাইক্রোবাসে করে নাইক্ষ্যংছড়ি ঘুনধুমে নিয়ে যাওয়ার সময়  মঙ্গলবার বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচাতে মাইক্রোবাস উল্টে ছয়জন আহত হয়েছে। গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সদর থানা ওসি রফিক উল্লাহ জানান, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য জেলা শহরের মেম্বার পাড়া থেকে চারটি মাইক্রোবাসে করে শুকনো খাবার নাইক্ষ্যংছড়ি ঘুনধুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল আটটার দিকে সদর উপজেলার রেইচা এলাকায় চারটির মধ্যে একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ ছয়জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শহিদুল, আরমান ও নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।     

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত