আওয়ামী লীগকে নিশ্চিহৃ করতে গভীর ষড়যন্ত্র চলছে-দীপংকর তালুকদার

Published: 06 Sep 2017   Wednesday   

বুধবার জুরাছড়ি উপজেলার নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মতবিনিময় সভা করেছেন।

 

মতবিনিমকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্বাদের সকল পর্যায়ে কোটা নিশ্চিত করণ, উন্নয়নের ধারা অবহ্যত রাখার কারণে আজ আঞ্চলিক দলের নেতা-কর্মীদের কাছে বড় সমস্য হয়ে দাড়িয়েছে। তাই তারা পাহাড়ে উন্নয়নে কাজে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধা সৃষ্টি করছে।  পার্বত্য এলাকা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহৃ করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে ।

 

পার্বত্য জেলা পরিষদ বিশ্রমাগার হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা কেরল চাকমা, সন্তোষ চাকমা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র জাতিসত্বাগুলো বিএনপি, জামত কিংবা সম-অধিকার আন্দোলন সংগঠনের সাথে সংস্লিষ্ট হলে আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের চোখ-জালাপড়া করে না, বরং উন্নয়নের অগ্রদূত, শান্তিকামী আওয়ামী লীগ সংগঠনে  সংস্লিষ্ট হলে তাদের চোখের জালা-পড়া বেড়ে যায়।

 

এর আগে সুবলং শাখা বন বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মুর্তি দান, সংঘদান, মধুদান ও হাজার প্রদীপ দান অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিতির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও তার সহধর্ম্মিনী অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সুবলং শাখা বন বিহারে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু-শ্রমনদের আবাসিক ভবন উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত