ক্ষতিগ্রস্ত বঞ্চিত পরিবারকে আর্থিক অনুদানের দাবীতে মানববন্ধন

Published: 06 Sep 2017   Wednesday   

পাহাড় ধসের ঘটনায় সরকারী ত্রান সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদানের দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙামাটি পৌর সভার ৬নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের নারীরা অংশ নেন। কড়া রোদে মানববন্ধন করায় অংশগ্রহনকারী নারীরা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ত্রাণ সহায়তার আশ্বাস দিলে মানবন্ধনকারী স্থান ত্যাগ করেন।



গেল মঙ্গলবার পাহাড় ধসের ঘটনায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউ টিন, চাউল ও নগদ অর্থ সহায়তা দিয়ে তিন দিনের মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে দিতে বলা হয়। তবে আশ্রয় কেন্দ্রে আশ্রিত অনেকেই আর্থিক অনুদানসহ ত্রান সহায়তা বাদ পড়ে যান।

 

উল্লেখ্য, ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয় জেলা প্রশাসনের হিসাব মতে প্রায় ১৮ হাজার ৫শ ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয় ১২শ ঘরবাড়ি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত