বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হবে

Published: 06 Sep 2017   Wednesday   

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যানমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। তিন পার্বত্য জেলায় প্রথমবারের মতো  নিজস্ব ভূমিতে ‘সাংবাদিক হাইজং সোসাইটি’ প্রতিষ্ঠা করা হয়েছে। সামাজিকভাবে সাংবাদিকদের ক্ষমতায়নে কমৃসংস্থানসহ পূর্নবাসনমূলক উদ্যোগ নেয়া হয়েছিল।

 

বুধবার কলাবাগান ক্লাব হল রুমে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন ওয়াদুদ ভুইয়া।

 

অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের সাথে কিছু ভুল বুঝাবুঝি হলেও সামনের দিনগুলোতে গণমাধ্যমকে রাজনীতির পরিপূরক হিসেবেই দেখতে আগ্রহী বলে আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

 

এসময় জেলাশহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি এড. মঞ্জুর মোর্শেদ ভূইয়া, অনিমেষ দেওয়ান নন্দিত, কংচাইরী মাস্টার, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম-সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফছার, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মফিজুর রহমান এবং জেলা ছাত্রদলের সা: সম্পাদক ইব্রাহিম খলিল।

 

এসময় তিনি আরো বলেন, খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আমি (ওয়াদুদ ভুইয়া) কল্যান ফান্ড গঠন, বাড়ী নির্মাণের জন্যে হাউজিং প্রকল্প, তাদের পরিবার পরিজনের মাঝে চাকুরির ব্যবস্থা গ্রহন করা হবে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নানা মুখী প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত