রাঙামাটিতে পুলিশের বাধার মুখে বিএনপি’র মানববন্ধন পন্ড

Published: 08 Sep 2017   Friday   

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবীতে শুক্রবার রাঙামাটিতে বিএনপি’র মানববন্ধন পুলিশের বাধার মুখে পন্ড হয়েছে।

 

জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশ নেতাকর্মীদের ঘিরে রাখে এবং দলীয় কার্যালয় থেকে কাউকে বের হতে না দেয়ার কারণে কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা ব্যানার নিয়ে সংক্ষিপ্ত মানবন্ধন কর্মসূচী পালন করে।

 

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ বলেন,মায়ানমার জনগোষ্ঠির  ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে জেলা বিএনপি শান্তিপূর্ণ মানবন্ধন করতে চেয়েছিল। কিন্তু পুলিশের বাধার মুখে দাবীগুলো উপস্থাপন করা সম্ভব হয়নি। নেতৃবৃন্দ রোহিঙ্গাদের মানবিক বিষয়গুলো জাতিসংঘের মাধ্যমে সমস্যা সমাধানের দাবী জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত