জুরাছড়িতে সাক্ষরতা দিবস পালিত

Published: 08 Sep 2017   Friday   

সাক্ষরতা অর্জন করি-ডিজিটেল বিশ্বগড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জুরাছড়িতে আন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি  ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান পর্যাক্রমে ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমা এবং শান্তি রাজ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, রিসোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তাি বিজয় গিরি চাকমা। সভায় উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে  বৃষ্টি উপেক্ষা করে একটি  র‌্যালী  বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে।

 

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পর সরকার ৬১ শতাংশ মানুষকে সাক্ষর জ্ঞানসম্পন্ন করতে সক্ষম হয়েছে। বাকি ৩৯ শতাংশ রয়ে গেছে নিরক্ষর। সরকার একটি ভালো শিক্ষানীতি করেছে। অথচ পদে পদে বিভিন্ন বাধা কারণে সেটি বাস্তবায়ন করতে পারছে না।

 

বক্তারা আরো বলেন, মুখস্থনির্ভর শিক্ষা পরিহার করতে সৃজনশীল প্রশ্নপত্র চালু করা হয়েছে। কিন্ত সেই সৃজনশীল শিক্ষা যাঁরা দেবেন-সেই শিক্ষক তৈরী করা হয়নি। সরকার শিক্ষার অগ্রগতি -উন্নতি নিয়ে ফলাও প্রচার করা হয়। ২০২১ সালের মধ্যে সম্পূর্ন ভাবে স্বাক্ষর জ্ঞান নিশ্চিত করতে গণ-শিক্ষার কার্যক্রমে সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থাদের এগিয়ে আসতে হবে। গ্রাম-গঞ্জে নিশ্চিত করতে হবে বয়স্কদের সাক্ষর জ্ঞান শিক্ষা কর্মসূচী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত