রাঙামাটিতে দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা

Published: 09 Sep 2017   Saturday   

রাঙামাটি জেলার সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

জেল রোডস্থ সুর নিকেতন ভবনে উদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ, বাংলাদেশের আয়োজনে উপ-মহাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পন্ডিত শ্রী স্বর্ণময় চক্রবর্তী উচ্চাঙ্গ সঙ্গীত ও প্রশিক্ষণ প্রদান করেন।

 

সুর নিকেতনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তালযন্ত্র শিক্ষক শ্রী সৌমেনজিৎ চক্রবর্তী ও তালযন্ত্র শিল্পী শ্রী প্রসুন সাহা উপস্থিত থেকে সুর নিকেতনের প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত