প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫০শতাংশ বাঙ্গালী নিয়োগের দাবীতে মানববন্ধন পিবিসিপি`র

Published: 09 Sep 2017   Saturday   

পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে ৫০ শতাংশ বাঙ্গালী শিক্ষক নিয়োগের দাবীতে শনিবার  মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ( পিবিসিপি)।

 

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন,টেকনিক্যাল কলেজ শাখার সাধারন সম্পাদক আরিফ হোসেন,ভূয়াছড়ি শাখার জাহিদ।

 

বক্তারা বলেন পার্বত্য এলাকায়  বর্তমানে ৫০ শতাংশ অধিক বাঙ্গালী থাকা সত্বেও চাকরিসহ সকল সুযোগ সুবিধা থেকে বাঙ্গালীরা বঞ্চিত। সম্প্রতি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়। সেই শিক্ষক নিয়োগে জন সংখ্যা অনুপাতে ৫০ শতাংশ বাঙ্গালী শিক্ষক নিয়োগের দাবী জানায় বাঙ্গালী ছাত্র পরিষদ। তা না হলে পার্বত্য জেলা পরিষদ ঘেরাসহ  নানা কর্মসূচী পালন কবরে বলে ঘোষনা করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

বক্তারা আরো বলেন পার্বত্য এলাকায় এখন মোট জন সংখ্যার ৫২ শতাংশ বাঙ্গালী,তাই জনসংখ্যা অনুপাতে বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল ক্ষেত্রে পাহাড়ীদের কোটা সংরক্ষন করা হয়। কিন্তু পার্বত্য এলাকার বাঙ্গালীরা এ সমস্ত কোটা থেকে বঞ্চিত। বক্তারা পাহাড়ী কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করার দাবী জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত