মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

Published: 09 Sep 2017   Saturday   

খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে মহালছড়ি সেনাবাহিনী। শনিবার ভোর ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি আমেরিকান তৈরি স্টিভেন শর্টগান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদি সহ সুপায়ন চাকমা (৩৫)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

সেনা সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আটক সুপায়ন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ’র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে বলে দাবী করছে সেনা সূত্র। আটক সুপায়ন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে আটক সুপায়ন চাকমার বিষয়ে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগ এর প্রধান নিরন চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আটক সুপায়ন চাকমা শুধুমাত্র একজন সাধারণ কাঠ ব্যবসায়ী তিনি কোন কালেই ইউপিডিএফ’র কার্যক্রমের সাথে জড়িত ছিল না। ইউপিডিএফ’র ভাবমুর্তি নষ্ট করতেই এ নাটক সাজানো হয়েছে বলে তিনি দাবী করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত