সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন

Published: 09 Sep 2017   Saturday   

সেনাবাহিনী শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকায় উন্নয়ন সম্ভব। সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন।

 

খাগড়াছড়ির মহালছড়ির সেনা জোন সদরে নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মোস্তাক আহমেদ এর  বরণ ও বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মো: আবদুল্লাহ জুনায়েদ এর বিদায় সংবর্ধনা উপলক্ষে মত বিনিময় সভায় নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মোস্তাক আহমেদ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

 

শনিবার সকালে জোন সদরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মহালছড়ি ৬ আর্মস ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি আশ্রাফুল ইসলাম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষক শাহাজান পাটোয়ারী প্রমূখ।

 

সভায় উপজেলার সামরিক-বেসামরিক কর্মকতা, প্রশাসনিক কর্মকতা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মো: আবদুল্লাহ জুনায়েদ এর সাহসী নেতৃত্বের প্রশংসা করে বক্তারা বলেন, মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকার কারণে মহালছড়িবাসী কয়েকটি বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আগামীতেও সেনাবাহিনী এ মহালছড়িবাসীর শান্তি শৃংখলার স্বার্থে এ ধরণের ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত