রাঙামাটিতে রোহিঙ্গারা ঢুকতে না পারে জেলা প্রশাসনের সর্তক থাকার আহবান

Published: 10 Sep 2017   Sunday   

রোববার রাঙামাটিতে জেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান। এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরীসহ দশ উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় বিগত সভার কার্য বিবরনী পড়ে শোনানোসহ জেলার সার্বিক পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সভায় জেলা প্রশাসক মানজারুল মান্নান রোহিঙ্গারা রাঙামাটিতে ঢুকতে না পারে সে ব্যাপারে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের বিষয়টি মানবিক বিবেচনা করে সরকার তাদের বাংলাদেশে থাকতে দিয়েছে তারা কক্সবাজার এবং বান্দরবানের সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে তাদের চেক করারও উপায় নেই, আইন শৃঙ্খলার স্বার্থে রোহিঙ্গাদের বিষয়ে সর্তক থাকতে হবে। তাদের বিষয়ে কোন তথ্য থাকলে প্রশাসনকে জানাতে অনুরোধ জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত