খাগড়াছড়িতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

Published: 11 Sep 2017   Monday   

এক মানসিক প্রতিবন্ধী মারমা সম্প্রদায়ের তরুণীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে মধুপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, টিএসএফ এর সদস্য টিটুসা ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ভিক্টিম থানায় মামলা করলেও পুলিশ ধর্ষক শাহদাৎকে এখনো গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এ ব্যর্থতা ও গাফিলতি আসামীকে রক্ষা করার সামিল আখ্যায়িত করে বক্তারা অবিলম্বে ধর্ষক শাহদাৎকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

 

প্রেস বার্তায় দাবী করা হয়,গেল ১০ সেপ্টেম্বর ভিক্টিম ভোরে জগিং করতে বাড়ি থেকে বেড় হলে সকাল ৬টার দিকে পাশের আনন্দ নগরের বাসিন্দা সেটলার শাহদাৎ হোসেন হঠাৎ মুখে চেপে ঝাপতে ধরে। কিছুক্ষণ হাতাহাতির পর জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে দৌঁড়ে পালিয়ে যায় শাহদাৎ হোসেন। ঘটনার পর ভিক্টিম এখনো খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত