খাগড়াছড়িতে অপহৃত গৃহবধুকে অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন

Published: 12 Sep 2017   Tuesday   

অপহৃত গৃহবধু ফাতেমা বেগমকে অপহরণের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবীতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

 

শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নেতা আব্দুল মজিদ, লোকমান হোসেন, আসাদ উল্লাহ, অপহৃত গৃহবধুর স্বামী মোঃ নাজমুল হোসেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গেল ৮ সেপ্টেম্বর অপহরণ করা হলেও এখনো পর্যন্ত গৃহবধুকে উদ্ধার করা সম্ভব হয়নি। নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ। অবিলম্বে গৃহবধুকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে গৃহবধুকে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান।

 

উল্লেখ্য, গেল ৮ সেপ্টেম্বর স্বামী নাজমুল হোসেনের সাথে যাত্রীবাহি বাসে করে ফাতেমা বেগম চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাটিরাঙ্গা-গুইমারা সড়কের সাইনবোর্ড এলাকায় আসলে বাসের গতিরোধ করে ফাতেমা বেগমকে একদল সন্ত্রাসী কয়েকজন অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ স্বামী নাজমুল হোসেনের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত