কাপ্তাইয়ের জেলা পরিষদ থেকে দুই নারীকে সেলাই মেশিন বিতরণ

Published: 12 Sep 2017   Tuesday   
no

no

মঙ্গলবার কাপ্তাইয়ের দুই অসহায় নারীকে সামলম্বী করতে সেলাই মেশিন দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

৩ নং চিৎমরম ইউনিয়নের বড়পাড়ার বাসিন্দা দুই বোন পুসেমা মার্মা এবং অংমেচিং মার্মার হাতে সেলাই মেশিন তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা। জেলা পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার তিনি দু`বোনের হাতে তুলে দেন দুটি সেলাই মেশিন।

 

স্বামী পরিত্যক্ত দুই বোন পুসেমা মার্মা এবং অংমেচিং মার্মা বাবা বেঁচে নেই মা প্রতিবন্ধী।চিৎমরম বাজারে ছোট একটা চায়ের দোকান চালিয়ে অতি কষ্টে সংসার চালান দু` বোন।

 

জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা জানান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় অসহায়, গরীব প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগনকে নানাবিধ সাহায্য সহোযোগিতা প্রদান করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত