বালাতি ত্রিপুরার হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ-মিছিল

Published: 15 Sep 2017   Friday   

খাগড়াছড়ি পানছড়িতে বালিতি ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইন্সে ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক আনন্দিতা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,পানছড়ি কলেজ গেইট এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মেকি চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও পানছড়ি উপজেলা সাবেক সভাপতি রূপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা সভাপতি জুয়েল চাকমা ও মরাটিলা এলাকার কার্বারী সাধান ত্রিপুরা প্রমূখ। সভা পরিচলানা করেন মিতালী চাকমা। সমাবেশে নারী পুরুষ অংশগ্রহণ করেন।


এর আগে পানছড়ি কলেজ গেইট থেকে মিছিল শুরু হয়ে চৌধুরী পাড়া পর্যন্ত ঘুরে এসে আবার একই স্থানে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ধর্ষণ ও হত্যার ঘটনা এখন সাধারণ নিয়মে পরিণত হয়েছে বলে উল্লেখ করে বলেন, সেটলাররা মূলত পাহাড়িদের ভূমি দখল এবং উচ্ছেদের হাতিয়ার হিসেবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নারীদের জন্য দেশের সবচেয়ে অনিরাপদ ও বিপদসঙ্কুল এলাকায় পরিণত হয়েছে। এখানে ঘরে-বাইরে ও কর্মক্ষেত্রে নারীরা চরম নিরাপত্তহীন অবস্থায় রয়েছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, গেল ১২ সেপ্টেম্বর পানছড়ির পায়ুং পাড়ার বাসিন্দা বালাতি ত্রিপুরা নিজেদের ধন্যজমিতে কাজ করতে যায়। দিন শেষে বাড়িতে না ফেরায় তাঁর স্বামী চন্দ্র বিশ্ব ত্রিপুরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার ছেলেসহ খুঁজতে বেড় হন। খুঁজতে খুঁজতে জমি সংলগ্ন ছড়ায় বালাটি ত্রিপুরার গলাকাটা লাশ পরে থাকতে দেখেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর তাঁর স্বামী বাদী হয়ে পানছড়ি থানায় পার্শ্ববর্তী এলাকার মোঃ করিম, মোঃ নূরু ও মোঃ মানিক নামে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত