খাগড়াছড়িতে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপি’র প্রতিবাদ সভা

Published: 15 Sep 2017   Friday   

খাগড়াছড়িতে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে বুধবার প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। 

 

শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্বরে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম রোজি ও সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

 

হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, সরকারের প্রশ্রয়ে পার্বত্য চট্টগ্রামে নিরীহ মানুষ হত্যা, অপহরণ সহ নানাভাবে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানিকে প্রতিহত করে তিনি রবিউল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।



আগামী ১৫ দিনের মধ্যে রবিউল হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে খাগড়াছড়িতে অনির্দিষ্ট কালের সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হবে বলে তিনি ঘোষনা করেন।


উল্লেখ্য, গেল মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা উপজলোর লিচুবাগান এলাকার একটি ধান খেত থকে উদ্ধার করা হয় ছাত্রদল নেতা রবিউল আউয়ালরে লাশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত