দীঘিনালায় ইন্দ্রা চাকমার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ৫ নারী সংগঠন

Published: 16 Sep 2017   Saturday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে ইন্দ্রা চাকমার হত্যাকারী মোঃ আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনসহ ৫ নারী সংগঠন।

 

হিল উইমেন্স ফেডারেশনের দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, শনিবার জমিতে গরু বাধাকে কেন্দ্র করে ইন্দ্রা চাকমার সাথে কথা আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোঃ আলাউদ্দিন(৫৫) ইন্দ্রা চাকমাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ খুনি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, খুনের ঘটনা দিন দিন বৃদ্ধির কারণ হচ্ছে ধর্ষক এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। কিছুদিন আগে পানছড়িতে বালাতি ত্রিপুরাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ওই ঘটনায় অভিযুক্ত খুনীদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি।


প্রেস বার্তায় ইন্দ্রা চাকমার খুনী মোঃ আলাউদ্দিনকে বাংলাদেশের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়ি নারীসহ দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত