চন্দ্রঘোনায় গ্রীনহীলের পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Published: 18 Sep 2017   Monday   

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সোমবার বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ইউনিসেফ এর অর্থায়নে এনজিও সংস্থা গ্রীনহিল বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে।    

                                                      

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্থ মানুষদের চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, খ্রিষ্টান মিশন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। বক্তব্য রাখেন খ্রিষ্টান মিশন হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডাঃ এ্যামি মারমা,সিএইচপি, খ্রিষ্টান মিশন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, গ্রীনহিলের প্রোগ্রাম ম্যানেজার লাল সোয়াক লিায়ানা পাংখোয়া।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রীনহিল ডিস্ট্রিক প্রোগ্রাম ম্যানেজার মংশেনুক মারমা। ইউনয়নের প্রায় দু’শতাধিক জনগনকে এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত