খাগড়াছড়ি অবরোধ চলাকালীন সাংবাদিক লাঞ্চিত

Published: 19 Sep 2017   Tuesday   

অবরোধের চলাকালীন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক লাঞ্চনা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়ন ও সকল পেশাজীবী সাংবাদিকরা।

 

মঙ্গলবার খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অবরোধ চলাকালীন পানছড়ি থেকে চার জীব আওয়ামীলীগের নেতাকর্মী সংসদ সদস্য কুজেন্দ্র লাল এমপি’র সাথে দলীয় কাজে দেখা করতে আসার সময় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে অবরোধ কারীরা হামলা করে। এ সময় পার্বত্য নিউজ ডটকম ও ঢাকা প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি মোঃ শাহাজান ছবি তুলতে গেলে অবরোধ কারীরা বাধা দেয় এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া ও অবরোধ কারীরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন বিভিন্ন ধরনের বাজে  মন্তব্য করে।

 

এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে পেশাজীবী সাংবাদিকরা তৎক্ষনাৎ একটি প্রতিবাদ সভা করেন। সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারন সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।

 

সভায় সাংবাদিক নেতারা পেশা গত দায়িত্ব পালনের সময় সাংবাদিক লাঞ্চনার জন্য তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানান  এবং পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত