খাগড়াছড়িতে জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

Published: 19 Sep 2017   Tuesday   

খাগড়াছড়িতে জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের প্রতিবাদে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জন প্রতিনিধিরা।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবে খাগড়াছড়ি জেলার পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। এ সময় মাটিরাঙ্গা পৌর মেয়র সামশুল হক,মহালছড়ি ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল,মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরাসহ ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,জন প্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে কয়েজন জন প্রতিনিধি খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে  শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী আন্দোলন করছে, তা জন প্রতিনিধি হিসেবে নিয়ম বর্হিভুত কাজ। একজন জন প্রতিনিধি সরকারের লোক,সরকার তাদের দিয়ে এলাকার উন্নয়ন করে, যা সরকারের লোক হয়ে সরকারে কাজে বাধা দেওয়ার সমান। তাই তারা অচিরেই এ কমিটি বিলুপ্তি ঘোষনা করার দাবী জানান।

 

 লিখিত বক্তব্যে আরো বলা হয়, এ কমিটি গঠনের সময় তাদের কোন মতামত চাওয়া হয়নি এই জন্য তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলার তিনটি পৌরসভা নয়টি উপজেলা ও আটত্রিশটি ইউনয়নসহ মোট পঞ্চাশ জন চেয়ারম্যান আছেন। সে জায়গা মাত্র দুই-তিন জন জন প্রতিনিধি সবার নাম ভাঙ্গিয়ে  বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠন করা হয়েছে। তাই তারা এ কমিটি প্রত্যাখান করেছেন। তাদের দাবী আদায়ের জন্য জন গণকে কষ্ট দিয়ে হরতাল অবরোধ কর্মসূচী দেওয়াটা অযৌক্তিক। সরকারী কার্যক্রম সুস্থবাবে সম্পন্ন করার জন্য তাদের হরতাল অবরোধ কর্মসূচী প্রত্যাহারের দাবী জানান।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে দাবীতে আন্দোলন করার লক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাকে আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলমকে সদস্য সচিব করে খাগড়াছড়ি জেলার জন প্রতিনিধিদের নামে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠ গঠন করে। গেল রোবববার শিক্ষক নিয়োগ বাতিরের দাবীতে পার্বত্য জেলা পরিষদ ঘেরা কর্মসূচী ঘোষনা করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে ওই দিন সোমবার একদিন হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরো জেলা  সড়ক অবরোদের ডাক দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত