রাঙামাটিতে সমাজকল্যানের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রোগীদের অনুদান প্রদান

Published: 19 Sep 2017   Tuesday   

জাতীয় সমাজকল্যাণ পরিষদ  থেকে রাঙামাটি জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে মঙ্গলবার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও  জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে ৫৫হাজার টাকা, শান্তির আলো উন্নয়ণ সংস্থাকে ৩০হাজার টাকা, কাউখালী উপজেলার রাংগীপাড়া সমাজ উন্নয়ন সমিতিকে ৩০হাজার টাকা, শান্তি নিকেতন যুব সংঘকে ৩০হাজার টাকা, বর্মাছড়ি সমাজকল্যান ক্লাবকে ৩০হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার বটতলী মোহাম্মদিয়া শিশু সদনকে ৫৫হাজার টাকা এবং কাচালং শিশু সদনকে ৫০হাজার ৮শত টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

 

অন্যদিকে রাঙামাটি সদর উপজেলার ক্যান্সার রোগী অরবিন্দু বড়–য়া, মিকি চাকমা, রস্যা মালা চাকমা, লংগদু উপজেলার কিডনী রোগী মোছাম্মৎ মাসুমা আক্তার, সদর উপজেলার ফুল মনি চাকমা, কাপ্তাই উপজেলার লিভার সিরোসিস রোগী অংসুইনু মারমা, জুরাছড়ি উপজেলার স্ট্রোকে প্যারালাইজড রোগী চিন্তাদেবী চাকমা, সুরদিনী চাকমা প্রত্যেককে সু-চিকিস্বার্থে ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত