খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচী প্রত্যাহার

Published: 19 Sep 2017   Tuesday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষার পার্বত্য মন্ত্রণালয় থেকে তদন্ত টিম গঠন করায় খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করেছে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ।

 

খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করায় এবং তাদের সম্মান দেখিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচী সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

 

তিনি আরো জানান, খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আবেদনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষক মন্ত্রণালয় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।  এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পার্বত্য মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম,দুর্নীতি ঘুষ বাণিজ্য ও প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বাতিলে দাবীতে আন্দোলন করছে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত