রাঙামাটি জেলা পরিষদ থেকে প্রাণীসম্পদ দপ্তরকে ৩লক্ষ টাকার ঔষধ বিতরণ

Published: 19 Sep 2017   Tuesday   

মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও জেলা প্রাণী হাসপাতালে ৩লক্ষ টাকার ঔষধপত্র বিতরন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত বিশেষ ভূমিকা রাখতে এ অনুদান দেয়া হয়েছে।


জেলা প্রাণীসম্পদ দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ দপ্তরের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এসময় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, প্রাক্তন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাথাওয়াত হোসেন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ দেবরাজ চাকমা’সহ বিভিন্ন উপজেলার ভেটেরিনারী সার্জনরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিরাপত্তা এবং দরিদ্রতা নিরসনে প্রাণিসম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মেধাবী ও বুদ্ধিদীপ্ত জাতি গঠনে প্রাণিজ আমিষ তথা দুধ, মাংস ও ডিমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় ও লাভজনক শিল্প হিসেবে এ জেলায়ও প্রতিষ্ঠিত হয়েছে।


তিনি আরো বলেন, জেলার বহু পরিবার ও খামারী আজ কেবল উন্নত জাতের গাভী, স্বল্প পরিসরে ব্রয়লার মুরগি পালন করে স্বাবলম্বিতার মুখ দেখেছে। তাই অন্যান্য সেক্টরের পাশাপাশি এই সেক্টরকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ সাধারণ জনগন ও প্রকৃত খামারীদের প্রাণীসম্পদ উন্নয়নে এ সহযোগিতা করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত