রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনডিপির ত্রাণ সহায়তা প্রদান

Published: 20 Sep 2017   Wednesday   

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসুচীর (ইউএনডিপি) পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।


রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল রেদওয়ান আহম্মদ, পুলিশ সুপার সাঈদতারিকুল হাসান প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কমকর্তা ও ইউএনডিপির কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রাঙামাটি সদরে ভুমি ধসে ক্ষতিগ্রস্ত ৮৭৩ পরিবারের মধ্যে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত ২৫৪ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৬১৯ পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, ভুমি ধসে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করার কথা থাকলেও পাহাড় ধসের পর বন্যা, রোহিঙ্গা ইস্যু নানা সমস্যার কারনে সরকারী পুনর্বাসনের উদ্যোগ দেরী হচ্ছে। তিনি যারা কম বেশী ক্ষতিপুরন পাচ্ছেন তাদের আবারো ঝুকিপুর্ন এলাকায় ঘর বাড়ি তৈরী না করার পরামর্শ দেন।


উল্লেখ্য, গত ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০জনের মুত্যু ঘটে। এ ঘটনায় আহত হন অর্ধ শতাধিক লোকজন ও ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও হাজার হাজার ঘর বাড়ি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত