বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকস এর কার্যক্রম উদ্বোধন

Published: 21 Sep 2017   Thursday   

বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া কার্যাক্রমের মাধ্যমে শারিরিক যোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকস এর সাব-চ্যাপ্টারের উদ্বোধন করা হয়েছে।


শহরের তবলছড়ি এলাকার খাদ্যগুদাম এলাকায় কার্যাক্রমের উদ্বোধন করেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। অনুষ্ঠানে রাঙামাটি স্পেশাল অলিম্পিকসের সভাপতি সুবর্ণা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের পরিচালক ফারুকুল ইসলাম। এসময় রাঙামাটির বিভিন্ন স্থান থেকে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোনী বক্তব্যে ঊষাতন তালুকদার এমপি বলেন, রাঙামাটি স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের চালু হওয়ায় পার্বত্য এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপকৃত হবে। তিনি সকলের অংশগ্রহন ও সহযোগিতার আহবান জানিয়ে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা ক্রীড়া কার্যক্রমের অংশগ্রহণের মাধ্যমে শারিরিক যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত