শারদীয়া দুর্গোৎসবে কাপ্তাইয়ের পুজা মন্ডপে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্হা থাকবে

Published: 21 Sep 2017   Thursday   

আসন্ন শারদীয়া দুর্গোৎসবে কাপ্তাইয়ের ৭ টি পুজা মন্ডপে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হবে। প্রতিটি পুজা মন্ডপে পুলিশ এবং আনসার মোতায়েন থাকবে।পাশাপাশি বিজিবি টহল দিবে সড়ক এবং নৌপথে।

 

বৃহস্পতিবার কাপ্তাইয়ে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায়  এসময় কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য,সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,২ নং রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধিরা, উপজেলা বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সাংবাদিকরা  উপস্হিত ছিলেন।

 

সভায় নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম আরো বলেন, পুজায় কেউ বিশৃংখলা সৃ্ষ্টি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। সন্দেহজনক কেউ যদি এলাকায় ঘোরাফেরা করে তাহলে তাকে আইন শৃংখলা বাহিনীর  হাতে তুলে দেওয়া হবে।

 

সভায় বক্তারা বলেন, প্রতিটি মুহুর্তে সতর্ক থাকতে হবে যাতে কেউ পুজায় অরাজকতা সৃ্ষ্টি করতে না পারে।

 

উল্লেখ্য এ বছর কাপ্তাইয়ে ৭ টি মন্দিরে শারদীয়া  দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর দিন র‌্যালীর মাধ্যমে কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত