কাপ্তাইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি অবৈধ করাত কলকে জরিমানা

Published: 21 Sep 2017   Thursday   

কাপ্তাইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দু’টি অবৈধ করাত কলকে জরিমানা ও মুচলেখা আদায়  করা হয়েছে।

 

জানা যায়, সরকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ গাছ কেটে সাবাড় করছেন একটি সংঘবদ্ধ দল।  বুধবার সকালে কাপ্তাই শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় দুটি করাত কলের মালিকের কাছ থেকে ৫ হাজার টাক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। করাত কলের মালিকরা বৈধ লাইসেন্স নেয়ার জন্য সময় চাইলে আদালত আগামী চার মাসের মধ্যে বৈধতা নিশ্চিত করণের নিমিত্তে তাদের কাছ থেকে মুচলেখা নেন।

 

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, চার মাসের মধ্যে করাত কলের বৈধতা নিশ্চিত করা না হলে পুনরায় অভিযান পরিচালনা করে অবৈধ সব করাতকল উচ্ছেদ করা হবে বলে।

 

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. আলাউদ্দিন জানান, কাপ্তাই শিল্পাঞ্চল এলাকায় সিরাজুল ইসলাম মুন্সির মালিকানাধীন জাহিদ হোসেন স’মিল ও মো. সেলিম হোসেনের মালিকানাধীন সাদিয়া স’মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত