রাঙামাটিতে এটুআই প্রোগ্রামের দক্ষতা উন্নয়ন কর্মশালা

Published: 22 Sep 2017   Friday   

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর আওতায় উপজেলা এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিনের কর্মশালা শুক্রবার থেকে শুরু হয়েছে।


স্থানীয় একটি হোটেলে এই কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম পলিসি এক্সপার্ট আসাদ উজ জামান, আই এল ওর প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, গণ মাধ্যম কর্মী চন্দন বর্মণ উপস্থিত ছিলেন। কর্মশালায় রাঙামাটি উপজেলা শিক্ষানবিশি সমন্বয়কারী এবং প্রশিক্ষকরা অংশ নিচ্ছেন।

 

কর্মশালায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর আওতায় ২০১৭ সালে দেশের ৫০টি উপজেলায় সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে ২ হাজার ৬০০ বেকার যুবক-যুব মহিলাকে ইনফরমাল সেক্টরে এ্যাপ্রেনটিচশীপের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত