রাঙামাটিতে বজ্রপাতের আঘাত প্রতিরোধে দুই লক্ষ তাল বীজ রোপন করা হবে

Published: 23 Sep 2017   Saturday   

ভবিষ্যতে বজ্রপাতের আঘাত প্রতিরোধের লক্ষে রাঙামাটি জেলায় দুই লক্ষ তাল বীজ রোপন করা হবে।

 

শনিবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ কথা  বলেন।

 

সভায় তিনি আরো বলেন সারা দেশে তাল বীজ রোপনের অংশ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর রাঙামাটির পার্বত্য ১০ উপজেলায় একযোগে এসব তাল বীজ রোপন করা হবে। ইতোমধ্যে জেলার প্রত্যেক ইউনিয়নে পর্যাপ্ত তাল বীজ সরবরাহ করা হয়েছে।

 

সভায় এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, মোহাম্মদ সাহেদ চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্চাসেবী প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দুইপাশে ও বিভিন্ন উপজেলার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান  এবং বসত ঘরের প্রাঙ্গণে সারিবদ্ধ ভাবে তাল বীজ রোপন করা হবে। তাল বীজ রোপনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সেচ্ছাসেবকসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাউন্সিলদের দায়িত্ব দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত