হিজরি নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

Published: 24 Sep 2017   Sunday   

হিজরি নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনেরও দাবি জানিয়েছে রাঙামাটিতে হিজরি নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা।

 

শনিবার রাঙামাটি শিশু একাডেমি হল রুমে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য-সচিব ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী।


বক্তব্য রাখেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মোঃ জানে আলম, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ মুস্তফা, বনরূপা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সেকান্দর হোসেন রেজভি, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা হাফেজ মোঃ ইব্রাহিম প্রমূখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও মিথ্যা পৃথক করেছে হিজরত। আর নবীজি (দঃ) এর হিজরতের মধ্য দিয়েই হিজরি সনের আবির্ভাব। যুগে যুগে ইসলাম ও ইসলামের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর ছিল। বর্তমানেও মিডিয়ার মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মুসলমানদের সকল কাজই হয়ে থাকে হিজরি বর্ষ অনুসারে। এছাড়াও দেশের অধিকাংশ সরকারি ছুটিই হিজরি ক্যালেন্ডারকে অনুসরন করেই হয়ে থাকে। হিজরি নববর্ষ উদযাপন মুসলমানদের নৈতিক দায়িত্ব।


বক্তারা আরো বলেন, বর্তমানে ধর্মের নামে বিশ্বে যে অরাজকতা সৃষ্টির পায়তারা শুরু হয়েছে তা থেকে উত্তরনের জন্য ইসলামের নীতিসমূহ অনুসরন করা যেতে পারে। বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় হিজরতের ভুমিকা অপরিসীম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত