বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

Published: 24 Sep 2017   Sunday   

বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে রোববার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপত্বি করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় পর্যটন বিভাগের আহবায়ক ও  জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা, হোটেল, লঞ্চ, বোট মালিক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


সভায় আগামী ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের দিন সকালে ব্যানার ফেস্টুনযোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইন্সটিটিউট পর্যন্ত মোটর বাইক র‌্যালী ও র‌্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত