কাপ্তাইয়ে পাহাড় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Published: 25 Sep 2017   Monday   

কাপ্তাইয়ে পাহাড় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সোমবার আথির্ক সহায়তা দেয়া হয়েছে।


কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনডিপি এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং এনপিডি,এসঅাইডি,সিএইচটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির ন্যাশানাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিত চাকমা, কাপ্তাই উপজেলা অা`লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়্যারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়্যারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা, মহিলা ভাইস চেয়্যারম্যান নুর নাহার বেগম,৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।


অনুষ্ঠানে ইউএনডিপির পক্ষ থেকে উপজেলা সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ ২১৭ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১৫২০০ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্হ ১২৫ টি পরিবারের মাঝে ৫০০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়া কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্হ পরিবার সমূহের মাঝে গুড়ো দুধ,নুডুলস এবং মিনারেল ওয়াটার সহ শুকনো খাবার বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার বলেন, পাহাড়কে ধ্বংস করলে পাহাড় অামাদের ক্ষমা করবে না, নিজেদের স্বার্থে পাহাড় কাটা এবং পাহাড় কেটে ঘরবাড়ি নির্মান করা যাবে না।পরিবেশ রক্ষায় পাহাড়কে মহব্বত করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত