জুরাছড়িতে দশ হাজার তাল বীজ রোপণ

Published: 25 Sep 2017   Monday   

সোমবার জুরাছড়িতে প্রাকৃতিক দূর্যোগের অন্যতম বজ্রপাত নিরোধকসহ বিভিন্ন কাজের উপকারী গাছ হিসেবে তাল বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে।


অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে দশ হাজার তাল বীজ একযোগে রোপন করা হয়। এ এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো:মোর্শেদুল আলম, ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপউজ্জল চাকমা, পানছড়ি ভূবন জয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা প্রমুখ।


এছাড়া এ কর্মসূচীতে উপজেলাতে একই সময়ের মধ্যে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত