আমরা সবাই আইন মেনে চললে দুর্নীতি কমে আসবে -দূদক চেয়ারম্যান

Published: 26 Sep 2017   Tuesday   

দূর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ আমরা সবাই আইন মেনে চললে দুর্নীতি কমে আসবে বলে উল্লেখ করে বলেন,দুর্নীতির বিষয়ে মানুষ অনেক সচেতন হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বে-আইনী কাজ করলে কেউকে ছাড় দেয়া হবে না। কেউই আইনের উর্দ্ধে না। আইন সবাইয়ের সমান। সেটা রাস্তার আইন হোক, অফিসিয়াল আইন হোক। সবাইকে আইন মেনে চলার মানসিকতা থাকতে হবে।

 

মঙ্গলবার রাঙামাটিতে জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।


এসময় জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দূদকের তিন পার্বত্য জেলার সমন্বয়ক হাজি শফিকুল রহমান ভূইয়াসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে সকালের দিকে শহরের তবলছড়ি পোষ্ট অফিস কলোনী এলাকায় সাড়ে তিন কোটি টাকার ব্যয়ে দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান।

 

সেখানে সাংবাদিকদের দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আলাপ-আলোচনার মাধ্যমে মিয়ানমার সরকার রোহিঙ্গা শরনার্থীদের দ্রুত ফিরিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

তিনি বলেন, সরকার অত্যন্ত জোড়ালো ভাবে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা ইস্যুকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আরো আলোচনা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকার তাদের দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত