কাপ্তাইয়ে ৭টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব

Published: 26 Sep 2017   Tuesday   

মঙ্গলবার থেকে কাপ্তাইয়ে ৭টি পূজা মন্ডপে শুরু হয়েছে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আগামী ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এ ধর্মীয় উৎসব।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান এইবছর কাপ্তাইয়ে সাতটি পুজা মন্ডপে অনুষ্টিত হচ্ছে শারদীয় দুর্গাৎসব। পুজা মন্ডপ গুলো হল, রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি বাড়ী, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্ডপ, মিশন এলাকা সিদ্বেশ্বরী কালি বাড়ী, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, শিলছড়ি দুূর্গা মন্দির, কাপ্তাই জয়কালি মন্দির এবং কাপ্তাই প্রজেক্ট এলাকায় ব্রিকফিল্ড মাতৃ মন্দির।

 

তিনি জানান,এবার মা দুূর্গার অাগমন ঘটবে নৌকায়।যার ফলে শস্য,ধন এবং জলে পূর্ন থাকবে বসুন্ধরা এবং দেবী দূর্গার গমন হবে ঘোটকে,যার ফলে ঝড় তুফান জল্লোচ্ছাসের সম্ভাবনা রয়েছে।

 

পূজা উদযাপন কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় বিজয়া দশমীর দিন কর্ণফুলী নদীতে নৌ র‌্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করা হবে এবং অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকার কথা রয়েছে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত