কাপ্তাইয়ে প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের কর্মশালা

Published: 27 Sep 2017   Wednesday   

এসএনএসপি  প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের   সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলাল লক্ষে বুধবার কাপ্তাইয়ে এক কর্মশলার আয়োজন করা হয়েছে। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালার সভাপিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্হিত ছিলেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।

 

উপজেলা ত্রান অধিদপ্তরের সহোযোগীতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য,ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের মাষ্টার ট্রেইনার  ছিলেন জসিম উদ্দিন।  অংশগ্রহনকারীদের উদ্যোশে একথা বলেন।

 

উল্লেখ্য,এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তুলতে এ প্রকল্পের ৫ টি কর্মসুচি ইজিপিপি,কাবিখা/কাবিটা,টিআর,ভিজিএফ ও জিআর বিষয়ক কার্যক্রমসমুহ সফলভাবে পরিচালনা করার লক্ষে এই প্রশিক্ষণ  কর্মশালার আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত